জাতীয় সঞ্চয় প্রকল্প সমূহঃ
১। পরিবার সঞ্চয় পত্র: শুধুমাত্র বাংলাদেশী মহিলা অর্থাত ১৮+ নারীগণ, ৬৫ বছর+ পুুরুষগণ এবং এবং শারীরিক প্রতিবন্ধী পুরুষগণ সর্বোচ্চ ৪৫ লক্ষ টাকার সঞ্চয়পত্র ক্রয় করতে পারেন। মাসিক ভিত্তিতে ১ লক্ষ টাকায় ৯১২.০০ নিট প্রদেয়।
২। ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র: ১৮+ বাংলাদেশী নারী বা পুরুষ একক বা যৌথনামে ৩০ বা ৬০ লক্ষ টাকা ক্রয় করতে পারবেন। ৩ মাস পর পর ১ লক্ষ টাকায় ২৬২২.০০ নিট প্রদেয়।
৩। ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র: ১৮+ বাংলাদেশী নারী বা পুরুষ একক বা যৌথনামে ৩০ বা ৬০ লক্ষ টাকা ক্রয় করতে পারবেন। ৫ বছর পর এক কালীন ১ লক্ষ টাকায় ৫৩৫৮০.০০ নিট প্রদেয়।
৩। পেনশনার সঞ্চয়পত্র: সরকারী, আধাসরকারী পেনশনারগণ ৫০ লক্ষ টাকা পর্যন্ত পেনশনার সঞ্চয়পত্র ক্রয় করতে পারেন, ত্রৈমাসিক ভিত্তিতে ১ লক্ষ টাকায় ২৭৯৩.০০ নীট প্রদান করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS